এক নজরে:
  • বই: সোনামণির প্রথম ছড়া
  • লেখক: ড. এস এম ফরিদুল ইসলাম
  • ধরন: ছোটদের জন্য (২-৫ বছর)  মজার মজার ছড়া
  • প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০২৪
  • পৃষ্ঠা সংখ্যা: ৩২
  • ছড়া সংখ্যা: ৫০
 

লেখক পরিচিতি-

ড. এস এম ফরিদুল ইসলাম ১৯৭৮ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পারকোদলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার মরহুম শিক্ষক পিতা মোঃ মন্তাজ আলী ও মাতা ফাতেমা বেগমের বড় ছেলে। তিনি ১৯৯৪ সালে তার গ্রাম-পার্শ্ববর্তী দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় হতে স্টারমার্কস নিয়ে SSC এবং ১৯৯৬ সালে সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া হতে বাণিজ্য বিভাগ নিয়ে প্রথম বিভাগ পেয়ে HSC তে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে অত্যন্ত কৃতিত্বের সাথে BBA, MBA ও PhD  ডিগ্রি অর্জন করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। বর্তমানে তিনি ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ -এর হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বহুল পরিচিত ছোটদের কার্টুন ভিডিওভিত্তিক অনলাইন প্রি-স্কুল ‘সোনামনি স্কুল’ (sonamonischool.com) -এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা হতেই লেখালেখিতে তার বিশেষ ঝোঁক, বিশেষত ছড়া ও কবিতা সৃষ্টিতে। তবে শিশুতোষ ছড়া ও ছড়াগান রচনায় তিনি একেবারে সিদ্ধহস্ত। দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন পোর্টালে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। শিশুশিক্ষা ও শিশুদের নিয়ে কাজ করা তার জীবনের এক মহান ব্রত। ‘সোনামণির প্রথম ছড়া’ শিরোনামের এই গ্রন্থে লেখক ছোট্ট সোনামণিদের মজার-মজার সব ছড়া উপহার দেয়ায় পাশাপাশি অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের বাংলা বর্ণসমূহের সাথে পরিচিত করেছেন এবং সেগুলো দিয়ে একটি করে শব্দ গঠন দেখিয়েছেন। শিশুদের জন্য বইটি নিঃসন্দেহে লেখকের এক অনন্য সৃষ্টি।                        -প্রকাশক।